নিজস্ব প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় আরো আসামি করা হয়েছে শেখ হাসিনার অপর ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।
মামলার বাদী মারযুক আব্দুল্লাহ তার আরজিতে ২০২৪ সালের ২৬ জুলাই হাতেম আলী কলেজ চৌমাথায় বিস্ফোরণ এবং মারাত্মক আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।
মামলাটিত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ। কোতয়ালী থানার সাব ইনসপেক্টর মানিক চন্দ্র সাহাকে মামলাটির তদন্ত ভার দেয়া হয়েছে।ই