বঙ্গবন্ধু আছে স্মৃতির পাতায়

কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।

হৃদয় মাঝে স্বাধীন বাংলার ছিলো মানচিত্রটা আঁকা,
যুদ্ধের সময় হয়ে ছিলো রক্তে রঙ্গীন পতাকা।
ঐ বজ্র কন্ঠে ধ্বনিত হয় আজও বঙ্গবন্ধুর সেই ভাষণ
উদ্দাম ঢেউয়ের স্রোতের মত বাংলার মানুষ থাকতো শাসন।
বিশ্ব জুড়ে রয়েছে বঙ্গবন্ধুর মানবতার বহু নাম
জীবন দিয়ে রক্ষা করে যায় এই বাংলাদেশের মান।

আজও তোমার জন্য কাঁদে এই স্বাধীন জন্মভূমি
অমর হয়ে অনন্তকাল থেকো হৃদয় মাঝে তুমি।
এই বাংলাদেশের জন্য তোমার হৃদয়ে ছিলো কত টান
রক্তে রক্তাক্ত হয়ে দেশের জন্য দিয়ে গেলে প্রাণ।
এই বাংলার বুকে ছিলে তুমি মহত্ত্ব মহান এক বীর
অন্যায় কে রুখতে গিয়ে নত হয়নি তাহার শির।

বুকের মাঝে আঘাত করে ঐ বজ্র কন্ঠে ভাষণ শুনে
অধীর হয়ে আনমনে ভাবি বেঁচে আছো আজও মনে।
সেই জাতির জনক বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমান
মহা ইতিহাস গড়ে গৌরবে এ দেশ জুড়ে মর্যাদা করে দান।
স্মৃতির পাতায় ভেসে ওঠে কি সোভাগ্য বান তুমি
বিজয় পতাকা হাতে নিয়ে স্বাধীন করেছ জন্মভূমি।

হুঙ্কার ছেড়ে বঙ্গবন্ধু দিয়েছে জয় বাংলার ধ্বনি
মৃত্যুর মুখে দাঁড়িয়ে এই বাংলার স্বাধীনতা আনি।
আজও বঙ্গবন্ধুর শোক দিবসে সবার অধীরে অশ্রু ঝরে
দীর্ঘশ্বাসে স্মৃতির দোলা দিয়ে যায় যে অন্তরে।
বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আসনে বসে
কারাগারে বন্দী ছিলো এই বাংলা কে ভালোবেসে।
বন্ধু হলো প্রাণের শত্রু দিলো কেড়ে তাঁর জীবন
বঙ্গবন্ধুর জন্য কাঁদে আজও এই বাংলার ভূবন।
ভালোবেসে যাদের আমি করেছিলাম আপন
তাঁরাই আবার মৃত্যু দিয়ে পড়িয়েছে কাফন।

মন্তব্য করুন