ফেনীর সাবেক মেয়র ও সাংসদ, নিজাম উদ্দিন হাজারীর স্ত্রীর নামে বিপুল সম্পদ জব্দ

মোঃ আবদুল রহিম, ফেনী থেকে : ফেনী-২ আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে ঢাকা ও চট্টগ্রামে ৬ কোটি ৩৮ লাখ টাকার ৮টি প্লাট ও ঢাকা, খাগড়াছড়ি গাজীপুর, কেরানীগঞ্জে সর্বমোট ১৭ একর জমি, স্নিগ্ধা ওভারসিজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৪৫ হাজার শেয়ার, নগদ মিলিয়ে ১৯ কোটি ২৯ লাখ টাকা নগদ মিলিয়ে ৩০টির অধিক ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব ১৭ ফেব্রুয়ারি দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্নীথয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফেনী পৌরসভা মেয়র ছিলেন এক মেয়াদে। পরবর্তীতে পরপর তিনবার সংসদ সদস্য পদে আসীন হয়ে প্রচুর ধনসম্পদের মালিক বনে যান।ফেনীর আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে ছিলো তার দৌদন্ড প্রতাপ। যদিও কমিশন বানিজ্যসহ শহরের আলীশান বিল্ডিং ও ইমারত নির্মাণে, টেন্ডার কনিজ্য, টার্মিনালের চাঁদা, প্রতি ধাপে ধাপে টাকার পাহাড় বানিয়ে শেষে আদম পাচারের ঘটনায় জড়িত হয়ে, পাপের বোঝা মাথায় নিলেন। দিনকাল ভালোই কাটছিলো । তার শেষ পরিণতি হত্যার রাজনীতি। এই হত্যার ঘটনার তাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে বলে তার দলের প্রবীণ নেতারা দাবি করেন। নিরীহ নেতাকর্মীরা মামলা হামলার ঘটনায় আসামি হয়ে বয়োবৃদ্বরা কারাগারে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন, এর চেয়ে করুন পরিণতি আর কি হতে পারে বলে নেতারা আক্ষেপ করেন। ৫ আগস্টের ঘটনায়নিজাম হাজারীর শহরের শতকোটি টাকার বাগানবাড়িতে আগুন দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিএনপি নেতারা গত ১৬ ফেব্রুয়ারি, রোববার বিকেলে ফেনীর মিজান ময়দানে জনসভা থেকে নিজাম হাজারীকে রমজানের পূর্বে ফেনীতে আসার জন্য বলেন। তার বিচার সহ ফাঁসি দাবি করে বলেন, এদেরকে ফেনী কারাগারে ফাঁসির সেলে মৃত্যু নিশ্চিত করতে হবে। তারা ফেনীতে সকল হত্যাকাণ্ডের জন্য নিজাম হাজারীসহ তার দোসরদের দায়ী করে বক্তব্য রাখেন এবং বিচার দাবি করেন।

মন্তব্য করুন