
নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সদরের বড় বাজারে সয়াবিন তেল ও কলার পাইকারি বাজার পর্যবেক্ষণ করা হয়েছে। আজ (২ মার্চ ২০২৫) বাজার মনিটরিং করে তেলের দাম স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, রূপচাঁদা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকা, পাঁচ লিটার ৮৪২ টাকা। সান ব্র্যান্ডের প্রতি লিটার ১৭১ টাকা, পাঁচ লিটার ৮৪০ টাকা। পুষ্টি সয়াবিন প্রতি লিটার ১৭০ টাকা, পাঁচ লিটার ৮৩৭ টাকা। তীর ব্র্যান্ডের প্রতি লিটার ১৭১ টাকা এবং ফ্রেশ ব্র্যান্ডের প্রতি লিটার ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।
কলার বাজারেও দাম স্বাভাবিক রয়েছে। পাইকারি পর্যায়ে দেশি কলার ডজন প্রতি দাম ১১০-১২০ টাকা এবং সাগর কলা ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রমজান মাসে বাজার যেন অস্থিতিশীল না হয়, সাধারণ মানুষ যেন সহনীয় মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলা হয়েছে।