ফেডারেশন কাপ : চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের গোল উৎসব

ডেস্ক : চট্টগ্রাম আবাহনীর জালে রীতিমত গোল উৎসব করলেন আরিফ হোসেন ও রাজু আহমেদ জিসানরা। হার দিয়ে ফেডারেশন কাপ শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়াল মোহামেডানও।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। ইমানুয়েল সানডে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সুলেমানে দিয়বাতে। দ্বিতীয়ার্ধে আরিফ, জিসান, সৌরভ দেওয়ান ও জুয়েল মিয়া স্কোর বোর্ডে নাম রেখালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে হেরে আসর শুরু করা মোহামেডান এই জয়ে ৩ পয়েন্ট পাওয়ায় ফাইনালে ওঠার প্লে-অফে খেলার সম্ভাবনা জোরাল করল।

একই দিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচেও ফকিরেরপুলে ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

নাবীব নেওয়াজ জীবনের হ্যাটট্রিকে ফকিরেরপুলেকে ৬-০ গোলে উড়িয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নেয় কামাল বাবুর দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলেও শীর্ষে আছে তারা।

প্রথম ম্যাচে মোহামেডানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নামা রহমতগঞ্জ প্রথমার্ধেই মেহরাজ হোসেন অপি ও জীবনের ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধে স্যামুয়েল বোয়াটেং স্কোরলাইন ৩-০ করার পর জোড়া গোলে হ্যাটট্রিক পূরণ করেন জীবন। শেষ দিকে মোহাম্মদ তোহার গোলে ব্যবধান বাড়ে আরও।ই

মন্তব্য করুন