খবর ডেস্ক :
ফটিকছড়িতে অজ্ঞাত এক ৫০ব ছরের অধিক মহিলাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ২জন। পরে ডাক্তারকে চিকিৎসার কথা বলে ওই দু’জন পালিয়ে যায়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মেডিক্যাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ২জন অজ্ঞাত লোক ওই মহিলাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ডাক্তারকে তারা জানায় মহিলাটি গুরুতর অসুস্থ, তার চিকিৎসার দরকার।
পরে ডাক্তাররা তড়িঘড়ি করে অক্সিজেন দিয়ে দেখে মহিলাটি মারা গেছে। পরে হাসপাতালে নিয়ে আসা অজ্ঞাত লোকদের খুঁজতে থাকলে তাদের আর পাওয়া যায়নি। মহিলাটির চোখে এবং শরীরে অল্প কিছু আঘাতের চিহ্ন আছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- মহিলাটির কোন খোঁজ পাওয়া যায়নি। আমাদের সিসি ক্যামেরা চালু আছে কিন্তু মনিটরটা নষ্ট। মনিটর ঠিক করার পর জানতে পারব নিহত মহিলাটিকে হাসপাতালে কারা নিয়ে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পুলিশ তার খোঁজ নেয়ার চেষ্টা চালাচ্ছে।