খবর ডেস্ক :
চট্টগ্রামের ১৬ আসনে বাতিল হওয়া ৩২ প্রার্থীর মধ্যে গতকাল পর্যন্ত ১১জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এই ১১ জনই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। গতকাল প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী বিজয় কৃষাণ চৌধুরী, চট্টগ্রাম–১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমান এবং চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল রহমান বুলবুল।
চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুইদিনে বাছাইয়ে বাতিল হওয়া আওয়ামী লীগের ১২ স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরীসহসহ ১৩ শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। গত তিনদিনে আওয়ামী লীগের ১১ জন প্রার্থী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন। আজকে আরো অনেকেই করতে পারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ১৪৮ প্রার্থীর মধ্যে ঋণ খেলাপি–বিল খেলাপি, আয়কর সার্টিফিকেট না দেয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ সমর্থকসূচক ভোটারের গড়মিলের কারণে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ হয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১১৬ প্রার্থী।