প্রাণ বাঁচাতে ও ধন-সম্পদ রক্ষা করতে ভুক্তভোগী সাংবাদিক গিয়াস উদ্দিনের সংবাদ সম্মেলন।

খবর ডেস্ক :
চট্টগ্রামের সাতকানিয়ায় ধন সম্পদ,বসতভিটা, মার্কেট ও ব্যবসা বানিজ্য এবং পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করার দাবী জানিয়ে এলাকার কতিপয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গিয়াস উদ্দিন নামে ১ ভুক্তভোগী সাংবাদিক।
সম্প্রতি সাতকানিয়া কেরানীহাট সাংবাদিক ফোরামের কার্যালয়ে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খিতামুল্লাহ পাড়ার মৃত আবদুল মাবুদ ও মমতাজ বেগমের একমাত্র ছেলে মো: গিয়াস উদ্দিন এই সংবাদ সম্মেলন করেন। অভিযুক্তরা- একই এলাকার বাসিন্দা মৃত- সিদ্দিক মাঝির ছেলে ড্রাইবার আব্দুল ছফুর ইউপি সদস্য, আরাফা বেগম, চম্পা আক্তার, তসলিমা আক্তার, তাদের ভাড়াটিয়া নাজিম ড্রাইভার, হারুন ড্রাইভার মো : আলি, জসিম উদ্দিন, গোজা গিয়াস উদ্দিন আবিদ, ইনুচ, গরু নাছির, লুৎফর, মাহমুদা ও ভাবি রোজিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন মৌখিক বক্তব্যে বলেন-আমার দলিল, খতিয়ান ও ভোগদখলিয় জায়গায় নিজ তৈরিকৃত বাড়ি-ঘর, মার্কেট সহায় সম্পত্তির দিকে কু-নজর পড়েছে উপরোক্ত ব্যক্তিগুলোর, ফলে তাদের চাঁদাবাজি, হামলা, জুলুম নির্যাতনে এবং একে একে মিথ্যা মামলার গেড়াঁকলের মাঝে আমার জীবন বিপন্ন হচ্ছে প্রতিনিয়ত। তারা এলাকায় মরণ নেশা মাদকাসক্ত থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ টু-শব্দ করতে পারছেনা, কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা নারী নির্যাতন মামলা দেয়ার হুমকি দেন, তাদের সাথে রয়েছে এলাকার ও বহিরাগত ভাড়াটিয়া ও রাজনৈতিক দলের গুন্ডা-মাস্তান। এক কথায় এলাকায় তাদের রামরাজত্ব। আইনগত আশ্রয় নিয়ে তাদের কয়েকজন গ্রেফতার হলেও আইন কানুন তোয়াক্ষা করছেনা। জামিনে বের হয়ে তারা গত ৭ আগষ্ট বাড়ি ঘরে হামলা, জিনিসপত্র লুট অবশেষে হত্যার উদ্দেশ্য অপহরণ করে মারধর করে। খবর পেয়ে পুলিশি সহযোগিতায় প্রাণে রক্ষা পায় গিয়াস উদ্দিন। তাদের কিছু অসাধু রাজনৈতিক দলের দালাল, চাঁদাবাজ, ক্যাডার ও সন্ত্রাসী লোক আছে, তারা উক্ত মহিলাদেরকে দিয়ে সুবিধা আদায় করতেছে এবং লেলিয়ে দিয়ে গিয়াস উদ্দিনের উপর হামলা, জুলুম নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করে উচ্ছেদ করেছে । বর্তমানে গিয়াস একদিকে পুলিশি ভয় অপর দিকে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী ভয়ে চলাফিরা করতে পারছেনা। তাদের একমাত্র লক্ষে উদ্দেশ্য গিয়াস উদ্দিনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে অথবা হত্যা করে উচ্ছেদ করে তার জায়গা সম্পদ আত্নসাৎ বা দখল করা।
তাই আমি প্রশাসনসহ সকলের সাহায্য আশা করছি যাতে এই প্রভাবশালী কুচক্রীমহল থেকে বেঁচে ফিরে আমিও আমার সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারি। বর্তমানে গিয়াস উদ্দিন উল্লেখিত জোর জুলুমবাজ, প্রতারক, পরিবেশ নষ্টকারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মিথ্যা মামলা, জুলুম নির্যাতন ও অপকর্মের কারনে ঘর-বাড়ি ছেড়ে উচ্ছেদ হয়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করলেও হুমকি দমকি থেকে রক্ষা পাচ্ছেনা। এরপরও এলাকার অসাধু ও অপকর্মকারিরা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে ও মানক্ষুন্ন করে যাচ্ছে।

মন্তব্য করুন