অনলাইন ডেস্ক : আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। তাদের দাবি, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনও বহাল আছেন আওয়ামী লীগের দোসররা, যারা অতীতে 'ফ্যাসিবাদী' শাসনব্যবস্থাকে মদদ দিয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে তারা ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের নেতারা বলেন, জনগণের ভোটাধিকার হরণ এবং রাষ্ট্রযন্ত্রকে একদলীয় শাসনের হাতিয়ার বানানোর কাজে যেসব আমলা সহায়তা করেছেন, তারা আজও বহাল তবিয়তে আছেন। এই তালিকা পাঠ করেন শহীদ মুনতাছির রহমান আরিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান। তিনি বলেন, তাঁর ছেলে একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, চেয়েছিল গণতন্ত্রের পথ ফিরুক। কিন্তু যারা সেই শাসনের সহায়তায় ছিল, তারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। তিনি অভিযোগ করেন, শহীদদের পরিবার মামলা করলেও আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বরং উল্টো তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "যারা হত্যা করেছে তারাই আবার তদন্ত করছে, তাহলে বিচার কিভাবে হবে?
গাজীউর রহমান আরও বলেন, প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ে এখনও এমন অনেক কর্মকর্তা বহাল আছেন, যারা গত ১৬ বছরের ‘অবিচার’ ও ‘দমননীতির’ শরিক ছিলেন। রাজনৈতিকভাবে সচেতন নাগরিকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত—এই দেশে এখনও পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল, এবং সুশাসনের দাবিতে নতুন প্ল্যাটফর্মগুলো দৃশ্যপটে আসছে সাহসের সঙ্গে।ই