প্রতিবাদী কবিতা:__”নির্বাক বিশ্ব”__

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(২০-০৩-২০২৫)ইং

ভালো আছে কি ফিলিস্তিনিবাসী?
ভালো আছে কি গাজার শিশু, তরুণ ও নারী?
তাকিয়ে তাকিয়ে দেখছো কি_
নেতৃত্বে থাকা বিশ্বমোড়ল পদধারী।

তোরা কি অন্ধ_?
গাজায় চলছে গণহত্যা
ইফতার তো নয়, যেন এক রক্তস্রাত সন্ধ্যা!
লাশের কফিন নিয়ে করছে দৌড়াদৌড়ি
সাহরীর বেলায়।

ওই জালেম দেশ!
এই কি তোদের চুক্তি
কেড়ে নিছস প্রাণ_
এক হামলায় চারশত অধিক ব্যক্তির।
বিশ্বজুড়ে দালাল, নামধারী মুসলিমদের ভীরে
আমরা নিরুপায়।

সাবধান!
ইতিহাস কি দেখসনি তোরা_
বদর প্রান্তের আল্লাহর ফয়সালার মহিমা?
একহাজার কাফিরের বিরুদ্ধে তিনশত তেরো সাহাবী
দৃশ্যত লড়েছে, অদৃশ্যে কি রহমতের ফেরেশতা আসেনি!

আজ বেদনাচিত্তে বলি ফিলিস্তিনবাসী_
ধৈর্য্য ধরো, বিশ্বাস রাখো আল্লাহর উপর।
আজ শোকাহত কণ্ঠে আওয়াজ তুলি,
ঈসরাইল নিপাত যাক;ফিলিস্তিন মুক্তি পাক।
____________________________________
শিক্ষার্থী:_গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন