
অনলাইন ডেস্ক : মাদ্রিদ ডার্বিতে এমনিতেই উত্তজেনার পারদ চড়া থাকে। তবে এবার হাইভোল্টেজ এই লড়াইয়ের আগে আতলেটিকো মাদ্রিদ রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদকে খোঁচাই দিয়েছিল।তাদের দাবি,এস্পানিয়লের বিপক্ষে হেরে রেফারিং নিয়ে অহেতুকই অভিযোগ করেছিল লস ব্লাংকোরা। তবে আতলেটিকোর বিপক্ষে ম্যাচের পর জোরালোভাবেই রেফারিং নিয়ে জোরালো অভিযোগ তুলতেই পারে রিয়াল।
মাদ্রিদ ডার্বির ফলাফল ছাপিয়ে ফের আলোচনায় রেফারিং। ড্রয়ে শেষ হওয়া ম্যাচের প্রথমার্ধে রেফারি চরম বিতর্কিত পেনাল্টি উপহার দিয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে অবশ্য মরিয়া হয়ে খেলে সেই গোল শোধ দিয়ে দেয় রিয়াল মদ্রিদ। শেষ পর্যন্ত দুই দল ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর অস্বস্তিকর কাঁটা হয়ে গলায় খচখচ করতে রইল লা লিগার বাজে রেফারিং নিয়ে অজস্র প্রশ্ন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার খেলা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে গোল শোধ দেন কিলিয়ান এমবাপ্পে।
চোটে নাকাল রিয়াল মাদ্রিদ এদিন রক্ষণভাগ সাজিয়েছে নিজেদের প্রধান চার ডিফেন্ডারকে ছাড়াই। তাতেও খুব একটা পরীক্ষা দিতে হয়নি তাদের। ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল রিয়াল। অ্যাতলেটিকো তাদের খুব বেশি পরীক্ষা নিতে পারেনি। স্বাগতিক রিয়ালও অবশ্য প্রথমার্ধে প্রতিপক্ষের গোলে একটি শটও রাখতে পারেনি। গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে রিয়াল মরিয়া হয়ে ওঠে। সব মিলিয়ে ২৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে তারা। অ্যাতলেটিকো শুধু গোলের শটটাই লক্ষ্যে রাখে।
৩১ মিনিটে ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি। রিয়ালের ডি-বক্সের বাঁ দিক থেকে আসা ক্রসে নিয়ন্ত্রণ নিতে পা বাড়িয়েছিলেন সামুয়েল লিনো, একই সময়ে পা বাড়ান রিয়ালের চুয়ামনিও। তার পা গিয়ে পড়ে লিনোর পায়ের ওপর। কিন্তু তার আগেই বল দুজনের মাঝ দিয়ে বেরিয়ে যায়।
রেফারি খানিকটা সময় নিয়ে মনিটরে দেখার দিকে ইঙ্গিত করে। দুই দলের কেউই পুরো বিষয়টা নিয়ে সিরিয়াস ছিল না। ধারাভাষ্যকাররাও বলছিল, এটা কোনোভাবেই পেনাল্টি মনে হচ্ছে না।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আলভারেজ পানেনকা শটে দারুণ এক গোল করেন।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য রিয়াল মরিয়া হয়ে খেলতে থাকে। যার ফলও পায় দ্রুতই। ৫০ মিনিটে রদ্রিগো বল বাড়ালে ছয় গজের বক্সের মুখে বল পান বেলিংহ্যাম। কিন্তু ইংলিশ মিডফিল্ডারের নেয়া শট রক্ষণদেয়ালে প্রতিহত হয়। ফিরতি বল ডান পায়ের ভলিতে জালে পাঠান এমবাপ্পে।
ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি দুই দলই।শিরোপা ধরে রাখার অভিযানে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল রেয়াল। গত সপ্তাহে দুর্বল এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা।
তবে, পয়েন্ট তালিকার শীর্ষে রেয়ালই থাকছে। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো।ই