অনলাইন ডেস্ক : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় এক বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খেলেন খোরশেদ মাহমুদ রোমিও নামের এক ব্যক্তি। এসময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মগনামা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিয়াজি পাড়া গ্রামে ইউনুছ সওদাগরের বাড়িতে চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
খোরশেদ মাহমুদ মগনামা ইউনিয়নের ছাত্রদলের সাবেক নেতা এবং স্থানীয় মাহবুব রশিদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, গত কয়েক মাস ধরে মগনামা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় প্রতিদিন রাতে বহু বসতবাড়ি চুরি সংগঠিত হয়েছে। খোরশেদের নেতৃত্বে একটি চোর সিন্ডিকেট রাতের আঁধারে চুরির সাথে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বহুদিন ধরে স্থানীয়রা খোরশেদকে হাতেনাতে ধরার জন্য জন্য ওঁৎ পেতে ছিল। অবশেষে গতরাতে ইউনুসের বসতবাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল। তার সাথে থাকা আরও ৩/৪ জন কৌশলে পালিয়ে গেছে। খোরশেদের আটকের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার সময় ইউনুসের বাড়িতে চুরি করতে গিয়ে খোরশেদকে জনতা ধরে ফেলে। তার সাথে থাকা আরও ৩/৪ জন পালিয়ে গেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সালিশ বৈঠক করে আজ সকাল ১০ টার দিকে তাকে ছেড়ে দিয়েছি।
এ বিষয়ে পেকুয়া উপজেলা ছাত্রদলের সআহবায়ক নাঈমুর রহমান হৃদয় বলেন, জনতার হাতে আটক খোরশেদ বিগত কমিটির মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নতুন করে আমরা এখনো কমিটি দেইনি।
মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, চুরি করতে গিয়ে খোরশেদ নামে এক ব্যক্তি জনতার হাতে আটক হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে সালিশ বিচার করে ছাড়িয়ে নিয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, এই বিষয়ে কেউ অভিযোগ করেনি।পূ