নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি'র সাথে সাতকানিয়া পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯শে সেপ্টেম্বর'২০২৪ ইংরেজি বিকেল ৫টায় সাতকানিয়া পৌরসভাস্থ এরাবিয়ান কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক আহবায়ক কমিটির সদস্য নওয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা রাজিব ধর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ছাত্রনেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক আহবায়ক কমিটির সদস্য জসীম উদ্দীন আবদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত এজিএস, এডভোকেট এরশাদুর রহমান রিটু, মিজানুর রহমান, ছৈয়দ নুর সিকদার, আমিলাইষ ইউপি সদস্য ইব্রাহিম মেম্বার, হাজী আহমদ কবির, মোহাম্মদ লোকমান, সেলিম উল্লাহ, আবদুল গনি, রফিকুল আলম, যুবনেতা হাসান আলী, জুনাইদুল হক চৌধুরী মাকসুদ, মোহাম্মদ আরিফ, মোঃ মোসলেম উদ্দিন, নুরুল আমিন, রেজাউল করিম রেজা, নিজাম উদ্দিন বাদশা, মোহাম্মদ আনোয়ার, আবুল কাশেম, নাজিম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, মোহাম্মদ রিদুয়ান, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক রাজীব ধর, যুগ্ম আহবায়ক সৈকত পালিত রাসেল, সুজন দাশ নয়ন, সদস্য, ইন্জিঃ রুবেল দাশ, রুপক আচার্য্য, রাজীব পাল প্রমুখ। মতবিনিময় সভায় আগামীর শারদীয় দূর্গা পূজা অত্যন্ত শান্তিপূর্নভাবে আনন্দময় পরিবেশে উদযাপনে উভয়ের সর্বাত্মক সহযোগিতা প্রদানে একমত পোষণ করা হয়।