
অনলাইন ডেস্ক : পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
আজ (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪২তম বৈঠকে এই আলোচনা হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তা জানান।
পুলিশ সংষ্কারের বিষয় নিয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারমধ্যে দুইটি বিষয় এসেছে। আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশের ইন্ডিপিন্ডেন্টে ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য। এর উদ্দেশ্য হচ্ছে তদন্ত প্রক্রিয়ায় যেন রাজনৈতিক প্রভাব না পড়ে। ইন্টারনাল কমপ্লেইন কমিশন গঠনের কথাও বৈঠকে আলোচনা হয়েছে।
প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের কিছু কিছু সুপারিশ রয়েছে। ওগুলো বাস্তবায়নের সঙ্গে স্থানীয় এমপির সম্পৃক্ততা প্রয়োজন। সে কারণে এগুলো বাস্তবায়নের জন্য রেখে দেওয়া হবে।
স্থানীয় সরকারের সংস্কার নিয়ে উপদেষ্টা পরিষদে বিশদ আলোচনা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা যায় প্রধান উপদেষ্টা সেই দিকে জোর দিয়েছেন। স্থানীয় সরকারের ক্ষমতা ও কাজ বাড়ানোর বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সরকার যেন নিজস্ব তহবিল নিজেরা সংগ্রহ করতে পারেন সেই সংক্রান্ত আইন যাতে করা যায় সেই বিষয়েও আলাপ হয়েছে।
অবসরের বয়স হওয়া কিছু চিকিৎসককে চাকরিতে ফিরিয়ে এনে মেডিকেল কলেজগুলোর পাঠদান প্রক্রিয়া জোরদার করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব বলেন, কিছু কিছু মেডিকেল কলেজে কোয়ালিটি শিক্ষকের সঙ্কট রয়েছে। তারা যাতে আরও ভালো টিচার পেতে পারে, শিক্ষার মান যাতে বাড়ে, সেজন্য যারা রিটায়ার্ড করেছেন তাদের যেন কাজে লাগানো যায়। তারা যেন আবারও কাজে লাগতে পারেন।
প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।ই