পিআর-টিআর বাদ দেন, নির্বাচনে আসেন-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি : সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির ভোট কেউ বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। ভোট হবে ১ ব্যক্তি ১ ভোট। যা মানুষ বোঝে না তা কেন হবে?

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘দুর্বল সরকার’ অভিহিত করে তিনি বলেন, “তাকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারে। জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই। আপস হবো না। পিআর টিআর বাদ দিয়ে নির্বাচনে আসেন। জনগণ সিদ্ধান্ত নেবে।

দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা হবে–– এই মন্তব্য করে তিনি বলেন, মারামারি আর করতে চাই না, প্রাণ দিতে হবে না শিশুদের।আ

মন্তব্য করুন