খবর ডেস্ক :
নগরীর পাহাড়তলী এলাকা থেকে ছিনতাইয়ের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে এবার এসএম মিজান উল্লাহ সমরকন্দি (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মিজান সাতকানিয়ার পুরানগড় এলাকার মাওলানা ফরিদুল আলম সমরকন্দির ছেলে।
২৪ জানুয়ারি বুধবার, সন্ধ্যায় গ্রেফতার হওয়া মিজান উল্লাহ সমরকন্দী, পূর্বে নগরীর কর্ণেলহাট, হালিশহর, বন্দর ছাড়াও জেলার রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় কয়েকবার আটক হন বলে সূত্রে প্রকাশ।
মিজানের বিরুদ্ধে নগরীর আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ, সাতকানিয়া থানায় চাঁদাবাজি ও দস্যুতা মামলা রয়েছে ৫টি।
র্যাব-৭ জানায়, ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতেন তিনি। এছাড়া দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও তিনি। পরে তিনি পাহাড়তলী এলাকায় অবস্থান করছে জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়।