অনলাইন ডেস্ক : পাকিস্তান থেকে বাংলাদেশে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল। সরকারি পর্যায়ের চুক্তির (জি-টু-জি) আওতায় এই চাল এসেছে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ৩১ জানুয়ারি সম্পাদিত চুক্তির আওতায় পাকিস্তান থেকে ‘এমভি মরিয়ম’ জাহাজে করে চালের এই চালান আসে। নমুনা পরীক্ষার পর দ্রুত চাল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে ৫ মার্চ ‘এমভি সিবি’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল, যা প্রথম চালান হিসেবে এসেছিল।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে মোট ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হচ্ছে। প্রথম চালানটি আগেই এসে পৌঁছেছে এবং বাকিটা দ্রুত চলে আসবে। সরকারি পর্যায়ের এই আমদানি কার্যক্রম দেশের খাদ্য মজুত নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিপিং ব্যবসায়ীরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। সম্প্রতি দেশটির সঙ্গে সরাসরি কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এই আমদানির ফলে দেশের বাজারে চালের সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।ই