পাকিস্তানের জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন উদ্যােগ

অনলাইন ডেস্ক :
পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন ৮ই ফেব্রুয়ারি। এদিন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ এ বিষয়ে অনুমোদন দিয়েছে। এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

তার অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্পর্শকাতর নির্বাচনী আসন এবং ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। তারা র‍্যাপিড রেসপন্স ফোর্স হিসেবে ভূমিকা পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বেসামরিক বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়। দেশে ট্যাক্স বাড়ানো, ট্যাক্স ও জিপিপির অনুপাতে উন্নতি করায় অর্থমন্ত্রী ড. শামশাদ আখতারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

মন্তব্য করুন