পরীমনির উপলব্ধি

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত জীবন নিয়ে বেশির ভাগ সময় আলোচনায় থাকেন পরীমনি। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় নতুন করে আলোচনায় আসেন তিনি। এরপর গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। সবকিছু ছাপিয়ে এবার নিজের একাকিত্বের উপলব্ধির কথা জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, ভীষণ প্রয়োজনে দেখবেন আপনি একদমই একা। এই একা জীবন যে কতো অভিজ্ঞতার! একা ১জন হয়ে ১০০ জনের কাজ, দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! তিনি আরও বলেন, আপনি ভাববেন, এই তো কতো মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা, একদমই একা। তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। এদিকে সম্প্রতি ‘গোলাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এতে তিনি জুটি বেঁধে অভিনয় করবেন নিরবের সঙ্গে।মা:সূ।

মন্তব্য করুন