নুশরাত রুমু, নোয়াখালী থেকে : নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ১৫ই অক্টোবার বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সাংবাদিক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম এর জেলা প্রতিনিধি ডা বোরহান উদ্দিন, সাপ্তাহিক চলতি ধারা সম্পাদক এম বি আলম, এন টিভি নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজ।এস এ টিভি নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিম বাবুল।
যমুনা টিভি জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, দৈনিক ইনকিলাব নোয়াখালী প্রতিনিধি খসরু, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান। নাগরিক টিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল বাদশা, একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিল, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি আজাদ ভূঞা। দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন ও "আমাদের খবর" এর নোয়াখালী প্রতিনিধি নূশরাত রুমু প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জোরালো দাবি উপস্থাপন করেন।
বৃহত্তর নোয়াখালীতে ১ কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ চাই আন্দোলন ১৯৯৪ সাল থেকে শুরু হলেও তা এখনো সাফল্যের মুখ দেখেনি। এই আন্দোলন এখন কেবল প্রশাসনিক দাবি নয়, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ও মর্যাদার লড়াই।