নোয়াখালী জেলা পুলিশ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত

নুশরাত রুমু, নোয়াখালী থেকে : ২৩ অক্টোবর ২০২৫ বেলা ১১ টায় জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃ প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এক “সমন্বয় সভা”অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, মহোদয়।
এ সময় উপস্থিত বক্তারা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা, সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব ডা: সাদিয়া সামরিন হৃদি, ফিল্ড অফিসার, ইউএনএফপিএ, নোয়াখালী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
মানবাধিকার ফেলো তারপিনা শাহনাজ রজব তার বক্তব্যে বলেন, নোয়াখালীতে নারী সহিংসতা প্রচুর । বিশেষ করে অনলাইন বুলিং হ্যারাসমেন্ট মেয়েদের জন্য অনেক বেশি। সাধারণ জনগণ এটা জানে না যে সে চাইলেই যেকোনো একজনের ছবি ব্যবহার করে যা কিছু লিখে দিতে পারে না। একটা ছবি ব্যবহার করতে সে মানুষটার অনুমতির প্রয়োজন।
নারী সহিংসতা বন্ধ করতে সকলের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। একজন মানবাধিকার ফেলো হিসেবে
একজন পুলিশের সাথে একজন ভিকটিমের সমন্বয় করে দেয়া আমার কাজের অংশ।
একজন নারী যখন সহিংসতার শিকার হন তখন সে কোথায় যাবে? কি করবে? এ বিষয়টা সমন্বয় করে দেয়াই হলো আমার বড় কাজ।

আমি সর্বাত্মক চেষ্টা করব বৈষম্য দূর করে সহিংসতা দূর করতে। নারীরা এখনও পিছিয়ে আছে নারীদের টেনে আনতে হবে এবং এগিয়ে যাবার পথ ত্বরান্বিত করতে হবে।

মন্তব্য করুন