নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও ব্লকেড কর্মসূচী

নুশরাত রুমু , নোয়াখালী থেকে : নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ১১ টায় সোনাইমুড়ী বাইপাস চত্বর ব্লকেড, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এতে নোয়াখালীতে আন্দোলনরত জনগণের সাথে বিভিন্ন স্কুল ও কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা যোগ দেয়।
আন্দোলনের মাঝে অনেকে তাদের বক্তব্য জানান। কাদের রাসেল বলেন, দুপুরের তীব্র গরমেও নোয়াখালীর তারুণ্য আজ সোনাইমুড়ী বাইপাস চত্বরকে উত্তাল করে তুলেছে।
​কারণ এই তারুণ্যকে আমরা একটি পিছিয়ে পড়া জেলার বাসিন্দা হিসেবে দেখতে চাই না। এই ‘নোয়াখালী বিভাগ’ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়।এটি এই প্রজন্মের সুযোগ, অর্থনৈতিক সক্ষমতা ও আত্মমর্যাদার চাবিকাঠি।
​দিনের আলোয় আমরা প্রমাণ করে দিচ্ছি, আমাদের দাবি কতটা ন্যায্য এবং কতটা শক্তিশালী। এই উত্তাপ থামবে না, যতক্ষণ না বিজয়ের ঘোষণা আসছে।
মিজান রহমান বলেন, ইতিহাস, ঐতিহ্যের জেলা নোয়াখালী। এই নোয়াখালী আমার আবেগ, আমাদের ভালোবাসা। নোয়াখালীকে আমরা উন্নয়নের ধারাবাহিকতায় নিয়ে যেতে চাই। আমি নিজেও ২০১৪ সাল থেকে বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সাথে জড়িত। বিভাগ হয়ে গেলে অনুন্নত নোয়াখালী অনেক উন্নত হবার সুযোগ পাবে। তিনি নোয়াখালীর সর্বস্তরের জনগণকে বিভাগ আন্দোলনে শরিক হবার অনুরোধ করেন।

​আন্দোলনে সক্রিয় পারভেজ মোল্লা মাইকে বক্তব্য দিতে গিয়ে বলেন, বিভাগ চাওয়া আমাদের অধিকার, তারা আমাদের হয়রানি করে, হুমকি দিয়ে, হামলা করে দমিয়ে রাখতে পারবে না। ঢাকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বিভাগ বাস্তবায়ন আন্দোলন চলছে। এটা আমাদের যৌক্তিক দাবি, ভয় পাবার কোনো কারণ নেই, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাব। সিটি করপোরেশনের লাল কার্ড দেখিয়ে বিভাগ আন্দোলন থামিয়ে রাখা যাবে না।

মন্তব্য করুন