
নুশরাত জাহান (রুমু) নোয়াখালী : সরকারের পূর্ব নির্ধারিত আদেশ অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ২০ অক্টোবর সোমবার মাইজদী হরিনারায়ণপুুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান করা হয়। সকাল ৮ টা থেকে স্কুলের সিদ্দিকুর রহমান মিলনায়তনে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১৮৬৬ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেয়া শুরু করেন। মাইজদী পৌরসভা থেকে আগত ভ্যাকসিনেশন সুপার ভাইজার তাহেরা বেগম জানান, এখানে টিকা দিতে এসে দেখলাম শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি রয়েছে। শিক্ষকগণও আমাদেরকে খুব ভালো সহযোগিতা করেছেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক) ক্ষেত্র মোহন দাস বলেন, এই স্কুল এমপিও ভুক্ত আওতার কারণে সবার সাথে আমাদেরও কর্মবিরতির কারণে শ্রেণিতে পাঠদান কার্যক্রম বন্ধ। তবুও দ্রুততম সময়ে সব শিক্ষার্থীদের জানিয়েছি। তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে উপস্থিত হয়েছে।
ছাত্রীদের শৃঙ্খলায় কর্তব্যরত সিনিয়র শিক্ষিকা শাহিনা আক্তার বলেন, টিকা প্রদানের জন্য যেহেতু আমাদের বিদ্যালয় ভেন্যু ছিল তাই আমরা চাইনি আমাদের কর্মবিরতির জন্য তা নষ্ট হোক। আন্দোলনে থাকলেও আমরা আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারের এই নির্দেশনা মেনেছি। সুশৃঙ্খলভাবে আজকের টিকা প্রদান কার্যক্রম চলছে। সবশেষে স্কুলের পিয়ন নূর নবী বলেন, রাস্ট্রীয় সিদ্ধান্ত মেনেই আমরা চাকরি করি। টিকা প্রদান কার্যক্রমের জন্য ছাত্রছাত্রীদের উপকার হবে তাই আমরা একটিভ আছি। এছাড়া ছাত্রীদের অভিভাবকরাও সন্তুষ্টি জানিয়ে শিক্ষকগণ স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য অধিদফতরকে সুন্দরভাবে কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান।