নোয়াখালীতে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নুশরাত রুমু, নোয়াখালী থেকে : এসএসসি ২০২৫ পরীক্ষায় নোয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করে বেগমগঞ্জ উপজেলার গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অফ কোম্পানি লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় গঠিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি।
২৫ অক্টোবর ২০২৫ শনিবার দুপুর জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির অডিটোরিয়ামে এসএসসিতে উক্ত স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ (মান্যবর চেয়ারম্যান, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহীদ উদ্দিন আলমগীর (পরিচালক, গ্লোব সফট ড্রিংকস্ লিমিটেড)।
আরো উপস্থিত ছিলেন ডা: মো: কামাল উদ্দিন (সাবেক সিনিয়র কনসালটেন্ট, সদর হাসপাতাল, নোয়াখালী)। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কাজী সামছুল আলম(অধ্যক্ষ,জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি)।
মান্যবর চেয়ারম্যান হারুনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, ছেলেমেয়েদের মেধা আছে তা দেখা যায় না৷ মেধা বিকশিত করার জন্য একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। আমরা সেই সুযোগ করতে পেরেছি। ভবিষ্যতে এই প্রতি ছাত্র-ছাত্রীরা কেবল নোয়াখালী নয় ইনশাআল্লাহ আন্তর্জাতিক অঙ্গনেও ভূমিকা রাখবে।
স্কুলের অধ্যক্ষ কাজী শামসুল আলম বলেন, এ বছর আমাদের স্কুল ভালো ফলাফল করেছে। ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন জিপিএ ফাইভ পেয়েছে। শিক্ষার্থী অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, শ্রেণিকক্ষে উন্নত পাঠদান, সর্বোচ্চ শৃঙ্খলার কারণে প্রতিষ্ঠানের এই সাফল্য এসেছে।

কৃতি শিক্ষার্থীর একজন উচ্ছ্বসিত কণ্ঠে জানান, আমাদের বিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল শতভাগ পাশ অর্জন করা। শিক্ষকদের অনুপ্রেরণা পরিশ্রমে ও নিয়মানুবর্তিতায় আলহামদুলিল্লাহ সেই সাফল্য আনতে পেরেছি।

মন্তব্য করুন