
ডেস্ক : দক্ষিণ এশিয়ার ফুটবলে বয়সভিত্তিক আরেকটি সাফের ফাইনালে নাম লেখালো বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে রইল লাল-সবুজরা। গতকাল বিকালে ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাাংলাদেশ। বিজয়ী দলের হয়ে ডিফেন্ডার আশিকুর রহমান এবং অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল একটি করে গোল করেন। নেপালের পক্ষে এক গোল শোধ দেন ফরোয়ার্ড সুজন ডাঙ্গোল।
ফাইনালে ওঠার লড়াইয়ে কাল ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল নেপালই। ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু বাঁদিক থেকে নেপালের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এ যাত্রায় তার দক্ষতায় রক্ষা পায় লাল-সবুজরা। পাঁচ মিনিট পর নেপালের সাবিন কুমার বাধা পরেন বাংলাদেশ রক্ষণভাগে। ফলে গোলের সুযোগ কাজে লাগাাতে পারেননি তিনি। ২৩তম মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। এসময় ফয়সালের থ্রু পাস ধরে রিফাত কাজী বাঁ পায়ে শট নিলে তা কর্ণারের বিনিময়ে রক্ষা করেন নেপালের গোলরক্ষক ভক্ত বাহাদুর পারিয়ার। ম্যাচের ৩০ মিনিটে নেপালের একটি প্রচেষ্টা পোস্টে লাগলে গোল হজম থেকে বেঁচে যায় বাংলাদেশ। এর তিন মিনিট পর বক্সের সামনে থেকে মুর্শেদে আলীর ফ্রি কিক গোলপোস্ট ঘেষে বাইরে চলে যায়। ৩৬তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে যান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তার লম্বা শট ফিস্ট করেন গোলরক্ষক ভাক্ত বাহাদুর। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের প্রথমার্ধ কাটে গোলহীন। তবে বিরতির পর স্বমূর্তিতে ফেরে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়ে বেশ ক’টি গোলের সুযোগ তৈরি করে তারা। যা থেকে দুইবার সফল হয় কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৫৫ মিনিটে কর্ণার থেকে বাংলাদেশের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান নেপালি ডিফেন্ডার মদন পাওডেল। ৬০ মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে উড়ে আসা বল বাংলাদেশ গোলরক্ষক মাহিনের গ্লাভস ফসকে বেরিয়ে গেলেও সামনে থাকা সুজন ডাঙ্গোল নাগাল পাওয়ার আগেই ঝাঁপিয়ে আঙুলের টোকায় তা দূরে পাঠান তিনি। অবশেষে গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে কর্ণার থেকে ফয়সালের ভাসানো শট দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে নেপালের জাল কাঁপান আশিকুর রহমান (১-০)। মিনিট সাতেক পরেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এসময় মানিকের পাস ধরে দুর্দান্ত শটে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফসাল (২-০)। তবে ম্যাচের ৮৬ মিনিটে নেপালের সুজন ডাঙ্গোল এক গোল শোধ দিলে কিছুটা উত্তেজনা বাড়ে (১-২)। ম্যাচের যোগকরা সময়ে অধিনায়ক ফয়সাল নেপালের বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ভেদ করতে পারলে তৃতীয় গোল পেতে পারতো বাংলাদেশ, কিন্তু তিনি তা পারেননি। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে লাল-সবুজরা। এ প্রতিবেদন লেখার সময় (রাত সাড়ে ৮টা) ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি চলছিল।ই