আরএমপিতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়ের ৪র্থ ব্যাচ) উদ্বোধন করলেন পুলিশ কমিশনার মহোদয়
শোস্যাল মিডিয়া ডেস্ক : “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলের আয়োজনে শুরু হয়েছে নির্বাচনি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়ের ৪র্থ ব্যাচ)।
আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল সোয়া ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-১ ও ২ এর উদ্বোধন করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলকভাবে আয়োজনের জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই নির্বাচন দেশ ও বিশ্বের সামনে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে পুলিশ, অন্যান্য বাহিনী সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। তাই দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে হতে হবে সচেতন, দায়িত্বশীল ও পরিস্থিতি মোকাবেলায় দক্ষ। বক্তব্যের শেষে পুলিশ কমিশনার মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশের লক্ষ্য হলো জনগণকে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত অংশগ্রহণকারীদের আহ্বান জানান যেন তারা প্রশিক্ষণটি মনোযোগ, দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে সম্পন্ন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) জনাব মো: গোলাম রাব্বানী শেখ, পিপিএম (বার) এবং অংশগ্রহণকারী প্রশিক্ষাণার্থীবৃন্দ।