নারী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবিতে রাজধানীর মিরপুরে আয়োজিত র্যালি। সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নারী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সাতটি নারী নেতৃত্বাধীন সংগঠন।
‘নারী উন্নয়ন শক্তি’-এর আয়োজনে অনুষ্ঠিত ১ সভায় এসব দাবি পেশ করা হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি পৃথকভাবে ১০টি করে মোট ২০ দফা দাবি উত্থাপন করা হয়।
সভায় অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো—নারী উন্নয়ন শক্তি (NUS), ইয়ং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (YWDRC), বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (BOMSA), ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (FCHD), আভাস (AVAS), এবং লাভ দাই নেইবার (LTN)।
সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নারী শ্রমিকরা প্রতিনিয়ত যৌন নিপীড়ন, নিরাপত্তাহীনতা ও শ্রমবৈষম্যের শিকার হচ্ছেন। এটি কেবল একটি সামাজিক সমস্যা নয়, বরং এটি একটি গুরুতর মানবাধিকার ও রাষ্ট্রীয় সংকট।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি ১০ দফা দাবির মধ্যে রয়েছে—বিদেশ যাওয়ার আগে বাধ্যতামূলক নিরাপত্তা ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ, বিদেশে নারী সহায়তা ডেস্ক ও ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু, যৌন নিপীড়নের শিকার নারীদের পুনর্বাসন, উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশে নারী শ্রমিক পাঠানোর নতুন নীতিমালা, সমমর্যাদায় বেতন প্রদান, ডিজিটাল রিপোর্টিং অ্যাপ চালু, প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, যৌন সহিংসতার জন্য আলাদা কল্যাণ তহবিল গঠন এবং ILO Convention 190 বাস্তবায়নের পূর্ণ অঙ্গীকার।
অপরদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি দাবিগুলোতে গুরুত্ব পেয়েছে—প্রতিটি প্রতিষ্ঠানে কমপ্লেইন্ট কমিটি ও সেলফ গাইডলাইন, নারী-পুরুষ সমান বেতন ও প্রমোশন, কর্মস্থলে সিসিটিভি ও নারী নিরাপত্তাকর্মী, মাতৃত্বকালীন সুবিধা, গোপন তদন্ত প্রক্রিয়া, কলকারখানায় ওয়েলফেয়ার অফিসার, শিশু দিবাযত্ন কেন্দ্র, নারী সুরক্ষা সেল গঠন এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তা জনসমক্ষে প্রকাশ।
এই দাবির পক্ষে BOMSA রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় একটি প্রতিবাদী র্যালির আয়োজন করে। র্যালিতে নারী উন্নয়ন শক্তিসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। কর্মসূচির মূল বক্তব্য ছিল— 'নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা সরকারের কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাই।বা:প্র।