
খবর ডেস্ক:
চলতে–ফিরতে এলাকায় ছড়ায় আতংক। পকেটে থাকে ধারালো ছুরি–ক্ষুর। অলিগলি ও সড়কে জমে তাদের রাতের আড্ডা। কথিত কিশোর গ্যাংয়ের এসব সদস্যরা সুযোগ বুঝে আটকায় রাতে চলা টেক্সি বা অটোরিকশা, কেড়ে নেয় যাত্রীদের মূল্যবান সম্পদ। এসবের পাশাপাশি তারা আবার যুক্ত চাঁদাবাজিতেও। একের পর এক অপরাধ করে পার পেয়ে যাওয়ার পর সবশেষ এই গ্রুপটি দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নিচ্ছিলো ডাকাতির প্রস্তুতি। কিন্তু তার আগেই ধরা পড়েছে র্যাবের হাতে।
গত শনিবার রাত সাড়ে ৯টায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনি জুট মিল এলাকা থেকে ওই কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব–৭। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার ছুরি, দুইটি ফোল্ডিং ছুরি এবং একটি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আহম্মদ নগর এলাকার মোস্তাফা কামালের ছেলে মো. আরিফ হোসেন (৩০), একই জেলার হাজীগঞ্জ থানার এনাতলী এলাকার কবির হোসেনের ছেলে মো. সাগর (২৪), হবিগঞ্জ জেলার লাখাই থানার শিবপুর এলাকার মো. ইউনুসের ছেলে মো. সুমন (৩০), ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ জৈশইপুর এলাকার মো. সুলতানের ছেলে মো. কামরুল (২৪) ও চট্টগ্রাম নগরীর আমিন কলোনি এলাকার আব্দুল নবীর ছেলে মো. ইয়াছিন মিয়া (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, আমিন কলোনি জুটমিল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে; এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টা ২০ মিনিটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং একটি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে নগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় সিএনজিঅটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি জুটমিল এলাকায় একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে।