নগরীতে অসামাজিক কার্যকলাপে আটক ১৪ নারী-পুরুষ

খবর ডেস্ক :
নগরীতে চান্দগাঁও এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অ‌ভি‌যোগে ১৪ নারী পুরুষকে আটক করেছে চান্দগাঁও থানা পু‌লিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) চান্দগাঁও থানার অ‌ভিযানে বহদ্দারহাট মোড় থেকে তাদের আটক করে থানা পু‌লিশ।

এ‌ বিষয়ে চান্দগাঁও থানার ও‌সি জাহেদুল ক‌বির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ডিসেম্বরের ২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায় বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৮ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন