
নিজস্ব প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর নিজ গ্রাম থেকে নুরুল ইসলাম (৭৩) নামে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পিছলডাঙ্গা গ্রামের একটি খালের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, নিহত নুরুল ইসলাম উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে। বুধবার ফজরের নামাজের সময় বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
সারাদিন খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোর থেকে পুনরায় খোঁজ শুরু করেন গ্রামবাসী। এক পর্যায়ে গ্রামের দক্ষিণ পাশে প্রায় এক কিলোমিটার দূরে খালের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল আজিজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের হাত-পা বাঁধা ছিল, তাকে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ’
ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।বা:প্র।