ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

খবর ডেস্ক : ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সমাজ থেকে এই ঘৃণ্য অপরাধ নির্মূল করতে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রোববার (৯ মার্চ) সকাল ৯টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাগুরায় আট বছরের শিশুর ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ধর্ষক ও তাদের সহযোগীদের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। এ ধরনের অপরাধীদের সমাজে ঠাঁই নেই।

জামায়াত আমির তার পোস্টে আরও বলেন, ‘এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, তাদের দ্রুত পাকড়াও করে বিচারের মুখোমুখি করতে হবে।’ তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

তিনি ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদের এই আন্দোলনে এগিয়ে আসতে হবে। ধর্ষকদের ঘৃণা করুন, সামাজিকভাবে বয়কট করুন, যাতে তারা কোথাও আশ্রয় না পায়।

এ ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি আশা প্রকাশ করেন, কঠোর শাস্তি ও জনসচেতনতার মাধ্যমে ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে।ই

মন্তব্য করুন