
মোঃ দেলোয়ার হোসেন (টাঙ্গাইল) জেলা : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার অপরাধীদের মুর্তিমান আতংক হিসেবে দেখা দিয়েছে ধনবাড়ী থানা পুলিশ। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ধনবাড়ী থানায় যোগদানের পরপরই ধনবাড়ী উপজেলার সামগ্রিক অপরাধ বেশ নিয়ন্ত্রণে চলে এসেছে ধনবাড়ী থানা পুলিশের তাৎক্ষণিক অভিযান পরিচালনার মাধ্যমে। পূর্ববর্তী অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সময়ে ধনবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণের বাহিরে ছিল। মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামি গ্রেফতার, জুয়া, চাঁদাবাজি, মারামারি সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ধনবাড়ী থানা পুলিশের ব্যাপক রদবদল হয়। একঝাঁক তরুণ কর্মঠ এস আই এ এস আই ধনবাড়ী থানায় বদলি জনিত কারণে যোগদান করেন। এর পর পরই অফিসার ইনচার্জ এ এম শহিদুল্লাহর নেতৃত্বে ধনবাড়ী থানার পুলিশ কর্মকর্তারা বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি সিআর পরোয়ানামুলে ০১ জন ও ০৩টি জিআর পরোয়ানামুলে ০৩ জন আসামিসহ মোট ০৪ জন আসামি গ্রেফতার করে বিধি মোতাবেক টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।এসআই মনোয়ার, এসআই আলমাস, এসআই মনিরুজ্জামান, এএসআই ইকবাল এবং এএসআই হাকিম ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ধনবাড়ী থানার বিভিন্ন এলাকা হইতে অভিযান পরিচালনা করে ০৪ জন আসামি গ্রেফতার করে । আসামি এবং মামলার বিররন- ১/ কবির হোসেন, পিতা মোঃ ইব্রাহীম (২১) সাং দয়ারামবাড়ি সিআর নং ৫২৪ ধারা তারিখ ২৩/১২/২৯২৪ খ্রি.৩২৩/৩৮০/৪২৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ , সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৭/১২/২০২৪ খ্রি. । ২/ মিনহাজ উদ্দিন(২৮) পিতা আব্দুল খালেক সাং নলহরা জি আর ৩৬৯ তারিখ ০১/০৬//২০২৪ খ্রি.ধারা ৩৬(১) সারণির ১০(ক) ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৭/১২/২২৪ খ্রি. । ৩/ মোঃ কদ্দুস আলী (৩১) পিতা মৃত ইনসান আলী সাং বেরীপটল , টাঙ্গাইলের ধনবাড়ী থানার এফ আই আর নং ১০/৬২ তারিখ ২৪/০৬/২০১৯ খ্রি. ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি.সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৭/১২/২০২৪ খ্রি. ৪/ বিজলী (৫১) পিতা মোঃ রাজ্জাক মাষ্টার সাং কয়ড়া টাঙ্গাইলের ধনবাড়ী থানার এফ আই আর নং ১০/৬২ তারিখ ২৪/০৬/২০১৯ ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৭/১২/২০২৪ খ্রি. । ৫/ মোঃ শাহ আলম,পিতা মোঃ নাজিম মন্ডল এফ আই আর নং ০৩ তারিখ ০৯/১০/২০২০ খ্রি. সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৭/১২/২০২৪ খ্রি. । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘ধনবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা উন্নতিকল্পে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না।