
মোঃ দেলোয়ার হোসেন, স্টাপ রিপোর্টার : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ” ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব” এর মাসিক সভা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে কেন্দুয়া রোডের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)। মাসিক সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবকে জনগণের স্বার্থে কাজ করার জন্য সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা এবং কর্মক্ষেত্রে বাঁধা বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)। সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ,প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ । প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘সাংবাদিকতা করলে রাজনৈতিক কোন দল করা যাবে না। সত্যের পক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে। সভাপতির বক্তব্যে জীবন মাহমুদ শক্তি বলেন, ‘ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অপসাংবাদিকতার বিরুদ্ধে সজাগ ও সচেষ্ট থাকতে হবে।