নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি/২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান (হাইব্রিড)বীজ বিতরণ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা হল রুমে ১৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২কেজি করে প্রনোদনার বীজ বিতরণ কার্যক্রক উদ্ধোধন করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সায়েম ইমরান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ দেলোয়ার হোসেন খান , উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ উপসহকারী কর্মকর্তা আব্দুল মালেক উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন ,২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বোরো ধানের বীজ বিতরণ করা হচ্ছে। আশা করছি কৃষক এই বীজ নিয়ে সঠিক ভাবে চারা উৎপাদন করে সফল হবেন। ধনবাড়ী উপজেলায় ১ হাজার ৬শত কৃষকের মাঝে বোরো ধানের (হাইব্রিড) বিজ প্রণোদনা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি জীবন মাহমুদ (শক্তি), সাংগঠনিক সম্পাদক মো. শাহ্ পরানুল ইসলাম (রনি)
প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।