খবর ডেস্ক:
ধনঞ্জয়া ডি সিলভা শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন। দিমুথ করুনারতেœর পরিবর্তে তাকে দেশের ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলের প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্বেও পরিবর্তন এনেছে এসএলসি। চোটের কারণে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক দাসুন শানাকা। যে কারণে উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে ভারপ্রাপ্ত অধিনায়ক নির্বাচিত করে শ্রীলঙ্কা। তাকেই এবার দলের নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি। একইসঙ্গে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে। করুনারতেœর অধীনে ৩০টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে ১২ ম্যাচে তিনি দলকে জিতিয়েছেন। একই সঙ্গে হার ১২টিতে। ড্র হয়েছে ৬টি ম্যাচ। ২০১৯ সালে দলের নেতৃত্ব নিয়েই সবাইকে চমকে দিয়েছিলেন করুনারতেœ। দায়িত্ব নেওয়ার পরই পরপর দ্ইু ম্যাচ জিতিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে সিরিজ উপহার দেন তিনি। এশিয়ায় প্রথম এবং ক্রিকেট ইতিহাসের তৃতীয় অধিনায়ক হিসেবে এমন কীর্তি গড়েছেন করুনারতেœ।
নতুন অধিনায়ক ধনঞ্জয়া শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৫১টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩৯.৭৭ গড়ে রান করেছেন ৩ হাজার ৩০১। এছাড়া তার ব্যাট থেকে এসেছে ১০ সেঞ্চুরি এবং ১৩টি হাফসেঞ্চুরি।