নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা সদর এলাকায় পূরবী বাসের ধাক্কায় অটোরিকশা চালক ও স্কুল পড়ুয়া ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এসময় অটোরিকশায় থাকা আরেক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মৃত আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫), জসিমউদ্দিনের ছেলে পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিম (১৩) ও জসিমউদ্দিনের মেয়ে একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রিজকী আক্তার (১৬)।
এ ঘটনায় আহত হলেন, আবদুল্লার মেয়ে এবং একই বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তুহিন আকতার। নিহত এবং আহতরা সবাই দোহাজারী পৌরসভার জামিরজুরি এলাকার বাসিন্দা।
আহতকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, বান্দরবান থেকে চট্টগ্রাম অভিমুখী পূরবী বাসটি (যার রে:জি:নং-ঢাকা মেট্রো ব ১১-৫৯৬৩) খুবই দ্রুত গতিতে দোহাজারী পৌরসভা চত্বরে পৌঁছালে,বাসটির সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালক ও ২ শিক্ষার্থী নিহত হয়।
এতে ১জন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসলেও গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে বলেও জানান তিনি।ই