সুখবর- সুখবর-সুখবর :

২১ নভেম্বর ২০২৫ প্রকাশিত হবে "দৈনিক মহাকাল" এর উদ্বোধনী সংখ্যা (প্রিন্ট সংখ্যা)। আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে আমন্ত্রিত গুণীজনদের হাতে প্রথম সংখ্যা উদ্বোধন হবে ইনশাআল্লাহ।
নিউজ/লেখা পাঠানোর নিয়মাবলী :
❖ বাণী (নির্দিষ্ট)
❖ নিউজ: গবেষণামূলক নিউজ (সর্বোচ্চ ৩০০ শব্দ)
❖ প্রবন্ধ: বিষয় উম্মুক্ত (দৈনিক মহাকাল অথবা আস সুফিয়া নিয়ে লেখা প্রাধান্য পাবে। সর্বোচ্চ ২৫০ শব্দ)
❖ ইসলামীক পাতা: সর্বোচ্চ ৩০০ শব্দ
❖ কবিতা/ ছড়া: বিষয় উম্মুক্ত (দৈনিক মহাকাল অথবা আস সুফিয়া নিয়ে লেখা প্রাধান্য পাবে। সর্বোচ্চ ২৪ লাইন)
❖ বিজ্ঞাপন (চার্জ প্রযোজ্য)
❖ লেখা জমা দেওয়ার শেষ সময়: ২৯ অক্টোবর
❖ লেখা পাঠানোর ঠিকানা
ইমেইল [email protected]
বিঃদ্রঃ নিউজ এবং প্রবন্ধের সাথে অবশ্যই ছবি যুক্ত করতে হবে। নিউজের মধ্যে প্রতিনিধির নাম উল্লেখ করতে হবে। নিউজ/লেখা অবশ্যই মেইলে পাঠাতে হবে। এবং সম্পাদকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে।
বিশেষ প্রয়োজনে-
এইচ এম শাহরিয়ার কবির
প্রকাশক ও সম্পাদক
দৈনিক মহাকাল
01735073991