
ডেস্ক : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা “দৈনিক নুরজাহান সংবাদ”-এ আমাকে চট্টগ্রাম জেলার ব্যুরো হিসেবে দায়িত্ব প্রদান করায় “দৈনিক নুরজাহান সংবাদ” এর প্রকাশক ও সম্পাদক, উক্ত পত্রিকার সংশ্লিষ্টসহ আমার সকল শুভানুধায়ীদের প্রতি রঈল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি পুরো চট্টগ্রাম জেলার বিভিন্ন বিষয় নিয়ে সত্য, সুন্দর ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ ও প্রচার করে সঠিক দায়িত্ব পালন করতে পারি, সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি এজন্য চট্টগ্রামের প্রতিটা থানা, উপজেলাসহ গুরুত্বপূর্ণ পদে নারী/পুরুষ প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীগণ নিম্ন নাম্বারে যোগাযোগ করারার জন্য অনুরুদ রহিল।
আশা রাখতে পারেন পূর্বে থেকে কোন মিথ্যা, অহেতুক অথবা উদ্দেশ্যপ্রণোদিত কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি নাই।
শুভেচ্ছান্তে-
মো: গিয়াস উদ্দিন-
* চট্টগ্রাম ব্যুরো : “দৈনিক নুরজাহান সংবাদ”
* সম্পাদক ও প্রকাশক: “আমাদের খবর”ডট কম।
* নির্বাহী সম্পাদক: “সাপ্তাহিক আবেদন” পত্রিকা
* মালিক সদস্য: শাহ মজিদিয়া মার্কেট মালিক,
থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
১। * যোগাযোগ : সাতকানিয়া ও চেরাগী পাহাড়, চট্টগ্রাম। [email protected]. 01811-587760.
২। * ঢাকা- 2 B.B Avenue, Dhaka-1000.
Phone: 01715-292524, 01915-006028
E-mail: [email protected]
Website: www.dailynurjahansangbad.com