ভোলায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম
নিজস্ব প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবে দেশে নেতা ও দলের পরিবর্তন হয়েছে, সন্ত্রাসী ও চাঁদাবাজির পরিবর্তন হয়নি। দেশে দলের পরিবর্তন হয়েছে, কোন আদর্শের পরিবর্তন হয়নি। রাজৈতিক বৈষম্য, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, অবিচার, দখলদারীত্ব, চাঁদাবাজি, মিথ্যা মামলা, খুন, ঘুষ ও ধর্ষণের কারণটা কী? আপনি একবারও ভেবে দেখেছেন? যে অত্যাচার, জুলুম, নির্যাতন, দখলদারিত্বে বিরুদ্ধে ৫ আগস্ট আন্দোলন করলাম তার কোনো পরিবর্তন হলো না। রাজনীতির কোন নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আগে যেমন চাঁদাবাজি হয়েছে এখনও তাই হচ্ছে, শুধু লোক পরিবর্তন হয়েছে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতে হবে। নচেৎ ছাত্র জনতার আন্দোলনের সুফল দেশের মানুষ পাবে না।
গতকাল শুক্রবার বিকেলে ভোলা সরকারি স্কুলের মাঠে ভোলার গ্যাস ভোলার আবাসনে সংযোগ, ইন্ট্রাকোর সাথে গ্যাস চুক্তি বাতিল, ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়ন, ছাত্র-জনতার গণবিপ্লবে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ অর্থ বিদেশে পাচারকারীদের বিচার ও নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ বিভিন্ন দাবিতে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডিসি, এসপি ও ওসি সাহেব বদলী হয় কিন্তু ঘুষ সাহেব জায়গায় থাকে, ডিসি সাহেব বদলি হয় কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না। শুধু দল, শুধু দেশ, শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোন দিন দেশে শান্তি আসতে পারে না। শান্তি আসতে হলে নীতি আদর্শ পরিবর্তন করতে হবে।
ফয়জুল করীম আরো বলেন, ৫ আগস্টের আগে চাঁদা গ্রহণ করতো কেন্টু গ্রুপ, ৫ আগস্টের পর চাঁদা গ্রহণ করে পেন্টু গ্রুপ। চাঁদা বন্ধ হয়নি, শুধু হাত পরিবর্তন হয়েছে। গুন্ডা, ডাকাত, চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। এরজন্য মানুষ জীবন দেয়নি, আন্দোলন করেনি। মানুষ আন্দোলন করেছে চাঁদাবাজি বন্ধ করার জন্য। তাই চাঁদাবাজদের প্রতিহত করতে হবে।
ইসলামি আন্দোলনের বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ভোলার গ্যাস ভোলায় চাই আন্দোলন ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক, ইসলামি আন্দোলন ভোলা-১ আসনের সংসদ সদস্য সম্ভাব্য প্রার্থী মুহা. ওবায়দুর রহমান বিন মোস্তফা, ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্রগ্রাম মহানগর যুগ্ম সম্পাদক ভোলা-৩ সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মোসলেউদ্দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইসলামী আন্দোলন ভোলা উত্তর মাওলানা ইয়াছিন নবীপুরী প্রমুখ।ই