নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বর্তমানে দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই করতে হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হলে অনেক বিতর্ক এড়িয়ে যাওয়া সম্ভব।
বিএনপি সেটিই চায়।
পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি এদেশে আগে কখনও ছিল না। এর ভালোমন্দ নেপালের দিকে দেখলে বোঝা যায়। সেখানে ১০ বছরে ১০টি সরকার এসেছে।
যারা এ দাবি করছে, জনগণ যদি দাবি মেনে আগামীতে তাদের বিজয়ী করে তখন তারা এ পদ্ধতির বাস্তবায়ন করতে পারবে।
জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব সম্পর্কে দুদু বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের মূল দল জাতীয় নির্বাচনেও ভালো করবে এমন নাও হতে পারে। এ ধরনের দৃষ্টান্ত ইতিপূর্বে দেখা যায়নি।
চুয়াডাঙ্গার দু’টি আসনে বিএনপির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ বরাবরই ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে।
আগামীতেও এ দু’টি আসনে ধানের শীষের প্রার্থীরা জিতবে বলে আমি বিশ্বাস করি।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘চুয়াডাঙ্গা অঞ্চল কৃষি প্রধান এলাকা। আগামীতে এ অঞ্চলে কৃষি নির্ভর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এমপি যেই হোক এ জেলার সার্বিক উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।বা:প্র।