দেশের মানুষ অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য: চরমোনাই পীর

ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু, যে দেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য।

বুধবার বিকালে রাজধানীর উত্তরায় শহিদ মুগ্ধমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠান্ডা করতে হবে।

ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমোনাই বলেন, ঢাবি নির্বাচনে-জাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছে।

পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন বিরোধীতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দেশে খুন করছে, গুম করছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মন মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তাদের কলঙ্ক ইতিহাস হয়ে থাকবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের হাত উঁচু করিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। যু

মন্তব্য করুন