দেশটাকে শেষ করে দিল মাদক আর অস্ত্র, আক্ষেপ পাকিস্তানের প্রধান বিচারপতির

অনলাইন ডেস্ক :
বুধবার পাকিস্তানে নিষিদ্ধ অস্ত্রের রমরমার জেরে একটি নির্দেশিকা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ওই সব অস্ত্রের লাইসেন্সের বিষয়ে তথ্য চেয়ে দেশের একাধিক কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে আদালত।

এর পরেই প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসার পর্যবেক্ষণ, ‘মাদক আর অস্ত্র দেশটাকে ধ্বংস করছে। পৃথিবীর কোথাও বড় গাড়িতে চেপে চোখে রঙিন চশমা লাগিয়ে কালাশনিকভ হাতে করে কেউ ঘুরতে যায় না।’ ইসা জানান, এমনকী তাকেও অস্ত্র রাখার প্রস্তাব দেয়া হয়েছে।

বুধবার একটি চুরির মামলার শুনানির সময়ে একথা বলেন পাক প্রধান বিচারপতি। ‘চোর’ কাশিফ সমস্ত জিনিসপত্রের সঙ্গে গৃহস্থের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রও চুরি করেছে বলে অভিযোগ। দেশে কতগুলো নিষিদ্ধ অস্ত্রকে লাইসেন্স দেওয়া হয়েছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চান বিচারপতি।

এদিন নিষিদ্ধ অস্ত্র নিয়ে নির্দেশকার অনুলিপি পাঠানো হয়েছে, অভ্যন্তরীণ সচিব এবং প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব, ইন্সপেক্টর জেনারেল, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদেরও।

মন্তব্য করুন