দেশের প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান, জেলায় জেলা প্রধান বা ব্যুরোচীফ, উপজেলা, থানা, বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, আদালত প্রতিবেদক, ক্রাইম নিউজ প্রতিবেদক, ভ্রাম্যমান প্রতিনিধি, ফটো সাংবাদিক ও এ্যাডভার্টিসম্যান বা বিজ্ঞাপন প্রতিনিধি পদে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ, সাহসী, কর্মঠ, সমাজ কল্যানে আগ্রহী ও প্রতিবাদী হোউন, আর অনলাইন বা প্রিন্ট মিডিয়া গনমাধ্যমে কাজ করতে যদি ইচ্ছা থাকে তবে নিম্নে শর্তে আবেদন করতে পারেন।
** যোগ্যতাসমূহঃ-
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩. সৃজনশীল লেখা-লেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. মিশুক মনের অধিকারী হতে হবে।
৫. আপনাকে অবশ্যই চালাক ও সাহসী হতে হবে।
৬. পুরুষ / মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
৭. নেশা, মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম থেকে মুক্ত হতে হবে।
** শর্তসমূহ :-
১. কর্মরত বিভাগ / জেলা / উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৩. কপি নিউজ ও বাসি নিউজ করা যাবে না।
৪. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৫. মাসে অন্তত ২টি জনদুর্ভোগের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
৬. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৭. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
৮. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
৯. সত্য উদঘাটন করতে ঝুকি নিয়ে নিউজ করার সাহসিকতা থাকতে হবে।
১০. আমাদের খবরে প্রকাশিত প্রত্যেক নিউজ ফেইজবুক পেইজে লাইক, কমেন্ট, ইউটুবে সাবস্ক্রাইবার ও নিজ ফেইজবুকে শেয়ার করে প্রচার করিতে হইবে এবং প্রতিনিধি নিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা ও চেষ্টা করিতে হইবে।
** সুযোগ সুবিধা :-
১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে।
২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৩. পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে পত্রিকা পাশে দাঁড়াবে।
৪. পত্রিকার লোগোসহ প্রতিবছর ১টি টিশার্ট দেওয়া হবে
৫. বিজ্ঞাপন বা নিউজের ক্ষেত্রে ৪০% সম্মানি প্রদান করা হবে। অন্যভাবে কোন সম্মানি বা বেতন হবে না।
৬. শুধু জনস্বার্থ নিউজ ছাড়া, অন্য বা ব্যক্তিগত যেকোন প্রচারজনক নিউজে খরচ নিতে ও দিতে হইবে। ক্রাইম নিউজের ক্ষেত্রে ডকুমেন্ট ও আলোচনা সাপেক্ষে, অন্যতায় সংবাদ প্রকাশ হবে না।
৭. প্রতিটি বিভাগীয় বা জেলা প্রতিনিধিকে মাসিক নিম্নতম ১০ হাজার টাকার বিজ্ঞাপন বা নিউজ কালেকশন করতে হবে, অবশ্যই তাহার সেই যোগ্যতা থাকতে হবে।
৮. আমাদের খবর পরিবারের সাথে সংশ্লিষ্ট বা সদস্য হতে হলে আপনাকে অবশ্যই আমাদের খবরের আইডি কার্ড পরিচয় পত্রদারি হতে হবে এবং সংশ্লিষ্টদের আমাদের খবর পরিবারের মেম্বার সদস্যদের তালিকার পেইজে ছবিসহ পরিচয় থাকবে।
৯. অফিসের অনুমতি ছাড়া বা কোন প্রতিনিধির ব্যক্তিগত অনিয়ম কার্যকলাপের জন্য প্রতিনিধি নিজেই দায়ি থাকবেন। এজন্য অফিস দায়ভার নিবেনা ও দায়ী থাকবেনা।
বি:দ্র:- কোন প্রতিনিধির ব্যাপারে কোন অভিযোগ আসলে, তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে ঐ প্রতিনিধির প্রতিনিধিত্ব বাতিল করা হইবে এবং অন্য পত্রিকার সাথে জড়িত হলেও বাতিল বলে গণ্য হইবে।
** নিয়োগ প্রক্রিয়াঃ-
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে এবং নির্বাচিতদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
** আবেদন পাঠাবেন নিম্নে ঠিকানায়:-
আমাদের খবর ডট কম
প্রকাশক ও সম্পাদক:-
মো:গিয়াস উদ্দিন-01811-58 77 60
ইমেইল:ctggiash@gmail.com,
amaderkhabor.com@gmail.com