
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে বহুল প্রচারিত ও পরিচিত অনলাইন পোর্টাল “আমাদের খবর” ডট কম-এ, গ্রাম-অঞ্চল, শহর-নগর, স্বাস্থ্য, খেলাধুলা, সাহিত্য-কবিতা, প্রবন্ধ-রচনা, ধর্মীয়, শিক্ষা, বিনোদন, রাজনীতি, জাতীয়, দেশ-বিদেশ ও আন্তর্জাতিকসহ বিভিন্ন দিকের আংশিক নিউজ সুনামের সহিত বস্তু-নিষ্ঠ ও সততার ভিত্তিতে প্রকাশ করে আসছে। আরো ভালভাবে প্রকাশ করার জন্য “আমাদের খবর” এর জন্য প্রতিনিধি প্রয়োজন, প্রতিনিধি ছাড়া সব নিউজ পাবলিষ্ট করা সম্ভব না, কারন অনেক কিছুতে ডকুমেন্টের বিষয় আছে, যা প্রকাশ করলে ডকুমেন্ট প্রয়োজন হয়। “আমাদের খবর” এর যারা পাঠক, লেখক আছেন ও যারা “আমাদের খবরে প্রকাশিত সংবাদ পছন্দ করেন এবং যাদের বিশ্বাস রয়েছে সর্ব প্রথমে সকলকে “আমাদের খবর” এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অপরদিকে, আপনাদের দেয়া বা পাঠানো, নিউজ বা সংবাদ প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট না হওয়ায় উক্ত সংবাদ প্রকাশ করা সম্ভব না হওয়ায় সেজন্য আন্তরিকভাবে দু:খিত আমাদের খবর পরিবার বা কর্তৃপক্ষ।
বি:দ্র: আগামী ১ জানুয়ারী ২০২৫ইং থেকে নিয়মিত সংবাদ প্রকাশ করতে ইচ্ছুক হলে আপনি ৩০ ডিসেম্বরের মধ্যে আমাদের সংশ্লিষ্ট হওয়ার জন্য বিনিতভাবে অনুরুদ রহিল।
অন্যতায়, প্রেস বিজ্ঞপ্তি ছাড়া, অন্য নিউজ “আমাদের খবর” এর সংশ্লিষ্ট ছাড়া কারো সংবাদ প্রকাশ করা হবে না।
শুভেচ্ছান্তে-
মো : গিয়াস উদ্দিন
প্রকাশক ও সম্পাদক
আমাদের খবর ডট কম।
যোগাযোগ: ই-মেইল-ctggiash@gmail.com.
হোয়াটসপ : 01811- 58 77 60.