ডেস্ক : কানপুরে টানা দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে দিনের শুরুতেই জাসপ্রিত বুমরার শিকার হয়ে ফিরেছেন মুশফিকুর রহিম।
দিনের ষষ্ঠ ওভারের দ্বিতীয় ডেলিভারি ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়েছিলেন মুশফিক। বল বেরিয়ে যাওয়ার সময় বেলস ফেলে দেয়। দলীয় ১১২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
মুমিনুল হকের নতুন সঙ্গী লিটন এসেই বুমরার পরের ওভারে চার মেরেছেন তিনটি। প্রথমটি কভার–পয়েন্ট দিয়ে ড্রাইভ শটে, দ্বিতীয়টি কভার ড্রাইভে এবং তৃতীয়টি স্কয়ার লেগ দিয়ে।
সবশেষ স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস ৪৪.২ ওভারে ১৩২/৪। (মুমিনুল ৪৭*, লিটন ১২*)ই