দায়িত্বে অবহেলার অভিযোগে কর্ণফুলীতে ৩ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি : কর্ণফুলীতে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া ৩ পুলিশ সদস্যরা হলেন -কর্ণফুলী থানার এএসআই আব্দুল হালিম (নিরস্ত্র), কনস্টেবল আলমগীর হোসেন এবং কনস্টেবল মো. সাইফুদ্দিন।

ঘটনার সময়ে ৩জনেই ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বে টহল পুলিশের দায়িত্বে ছিলেন বলে জানা যায়।

সূত্রে, এরআগে গত শনিবার রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি ১১ ভরি স্বর্ণ এবং ২ লাখ টাকা লুট করা হয়।

অভিযোগ উঠেছে—ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থলের মাত্র ১০ ফুট দূরে থাকলেও ধাওয়া দেয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরে আজ বৃহস্পতিবার দায়িত্ব অবহেলার কারণে ঘটনাস্থলে ডিউটিতে থাকা ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।আ

মন্তব্য করুন