হাজী আবুল হোসেন এর মৃত্যুতে গিয়াস উদ্দিনের শোক প্রকাশ

সাতকানিয়ার সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯. নং ওয়ার্ড মাইজপাড়া নিবাসী হাজী আবুল হোসেন, প্রকাশ মাহাবুর বাপ শেষ নি:শ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করেছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

এদিকে তার মৃত্যুতে শাহ মজিদিয়া মার্কেটের মালিক সদস্য ও আমাদের খবর এর প্রকাশক ও সম্পাদক মো: গিয়াস উদ্দিন এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন মরহুমের আত্নার শান্তি কামনা ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি “আমাদের খবর” পরিবার গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ তাকে বেহেস্ত দান করুক।

মন্তব্য করুন