তিতাসের গ্যাস চুরি, ময়মনসিংহে ১৫ জন আটক

অনলাইন ডেস্ক : তিতাসের সরবরাহ লাইন থেকে গ্যাস চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে ময়মনসিংহে ১৫ জনকে আটক করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় খনিজ সম্পদ বিভাগ এবং তিতাস গ্যাসের নিজস্ব ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এসব অভিযানের ফলে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সাথে জড়িত দুষ্কৃতকারী চক্র এখন ময়মনসিংহ এলাকায় তাদের ঘাঁটি স্থাপন করেছে।

এই চক্রটি অবৈধভাবে চুনা কারখানায় গ্যাস সংযোগ দিয়ে অবৈধভাবে টাকা আয় করছে।
সে প্রেক্ষিতেই চর রঘুরামপুর ময়মনসিংহ হতে নেত্রকোনা গামী সঞ্চালন পাইপ লাইনের শম্ভুগঞ্জে অবৈধ চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের লক্ষ্যে দুইটি সার্ভিস টি স্থাপন করা হয়। এতে গ্যাস লিকেজ সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে অবৈধ গ্যাস সংযোগে জড়িত ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৮৯টি শিল্প, ৫২০টি বাণিজ্যিক ও ৭০ হাজার ৮৯৮টি আবাসিকসহ মোট ৭১ হাজার ৮০৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১ লাখ ৫২ হাজার ৬৭৮টি বার্নার বিচ্ছিন্ন করেছে তিতাস।বা

মন্তব্য করুন