ডামি নির্বাচন বাতিলের দাবি
খবর ডেস্ক :
নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল করেছেন সরকারবিরোধী আন্দোলনরত আইনজীবীরা। ‘ইউনাইটেড ল›ইয়ার্স ফ্রন্ট’ (ইউএলএফ)র আহ্বানে সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী, বরিশাল বার সহ দেশের সকল জেলা বারগুলোতে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বেলা ১২ টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলটিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, ‘বাংলাদেশ ল›ইয়ার্স কাউন্সিল’র নেতা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন, ঢাকা বারের সাবেক সম্পাদক হজরত আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হান্নান ভূঁইয়া, ইউনাইটেড ল›ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ তালুকদারসহ অনেক সিনিয়র আইনজীবী।
বক্তারা নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বক্তব্য রাখেন ও বিভিন্ন শ্লোগান দেন।
এদিকে পুলিশ বাঁধায় পণ্ড হয়ে গেছে বরিশাল আইনজীবী সমিতি প্রাঙ্গণের কালোপতাকা মিছিল। বরিশালে
ডামি নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর সোয়া ১টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয় চত্বর থেকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট’র আইনজীবীরা এ মিছিল বের করেন। মিছিলটি আদালত চত্বর থেকে ফজলুল হক অ্যাভিনিউ সড়কে বের হওয়ার সময় জেলা জজ আদালতের ফটকে তাদের আটকে দেয় পুলিশ।
এ নিয়ে উভয় পক্ষের বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে দেয়নি পুলিশ। পরে মিছিলটি ফের আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ হোসেন, কাজী বশির উদ্দিন ও আজাদ হোসাইন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ‘ডামি নির্বাচন’ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।