ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ও অভিনন্দন

অনলাইন ডেস্ক : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র জনতা ও সাধারণ মানুষ যে বীরত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিঃসন্দেহে তা স্মরণীয় হয়ে থাকবে। ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান সময়োপযোগী সিদ্ধান্ত। গতকাল দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সর্ববৃহৎ পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। নেতৃদ্বয় বলেন, আমাদের দেশ আজ শৃঙ্খলমুক্ত, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে প্রতিটি নাগরিক, সেজন্য মহান রাব্বুল আলামীনের নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রতি প্রাণঢালা অভিনন্দন। স্বজনহারা পরিবারগুলো যাতে ধৈর্য্যধারণ করতে পারে এবং যারা দেশের তরে নিজেকে বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিককরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিযুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রস্তাবনায়র ফলশ্রুতিতে নোবেল বিজয়ী, বিশিষ্ট অর্থনীতিবীদ ও সমাজ সেবক ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে তাঁকে জানাই প্রাণঢালা অভিনন্দন। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারে সকল উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের দুইজন সমন্বয়ক দায়িত্ব প্রাপ্ত হওয়ায় তাদেরও জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা এ সিদ্ধান্তকে অধিক পরিশুদ্ধ মনে করছি। শুধু দেশই নয় বরং সারাবিশ্বে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা অপরিসিম তাই আমরা তার এ নেতৃত্বের অকুণ্ঠ সমর্থন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি যারা এমন সমযোপযুগি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেইসাথে তাঁর শাসনকালীন সময়ে দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হবে। দেশের শিক্ষা ব্যবস্থার সকল ধরনের অসঙ্গতিসমূহ নিরসন হয়ে একটি গ্রহণযোগ্য ও জনসমর্থিত শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করছি যারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাঁরা প্রত্যেকেই যোগ্য ও চৌকস মেধার অধিকারী, তাদের নেতৃত্বে দেশ নতুন আঙ্গিকে সজ্জিত হবে, জনসাধারণ নিজ অধিকারসমূহ যথাযথভাবে আদায়ে সক্ষম হবে ইন শা আল্লাহ।ই

মন্তব্য করুন